January 17, 2026, 6:26 am
Title :
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি প্রার্থিতা হারালেন ১৭ জন ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১২ ফেব্রুয়ারির নির্বাচন খুবই ‘ক্রিটিক্যাল’: অর্থ উপদেষ্টা আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির ১২ তারিখের ভোটে প্রতিশ্রুতি আছে, কিন্তু আস্থা নেই: রুহিন হোসেন প্রিন্স ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার প্রতি শোক জানাতে হবে: শফিক রেহমান ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে মোসাদ প্রধান

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নভেম্বরে ২৭৯৪ ফৌজদারি মামলা

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 58 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে গত নভেম্বর মাসে মোট ২৭৯৪টি ফৌজদারি মামলা ও ৪১৪টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তারকৃত ৪৩৯৯ জনের মধ্যে ১৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের নভেম্বর মাসে ২৭৯৪ টি ফৌজদারী মামলা ও ৪১৪ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৪৩৯৯ জনের মধ্যে ১৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত নভেম্বর মাসে ৩৫৫ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮২টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ২২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ২৮০ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৯টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জরিমানা ও ১১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৮৬৩ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩০৬টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ও ১৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪২৩ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৮টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৫ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয় ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, ডিএমপির লালবাগ বিভাগ ২৮১ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১৭টি মামলা রুজু করে। তাদেরকে ১ লাখ এক হাজার ৪০০ টাকা জরিমানা ও ২০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ডিএমপির মিরপুর বিভাগ ১০৩৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪৮৪টি মামলা রুজু করে। তাদেরকে ২ লাখ ৭০ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৯৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ৮০৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৮০৯টি মামলা রুজু করে। তাদেরকে ৫ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা ও ৪৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৪৯ জনকে গ্রেপ্তার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৩৯টি মামলা রুজু করে এবং তাদেরকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয় ও ১৭৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৭৩৬টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ১১৬৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৫টি মামলা নিষ্পত্তি করে ও ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩৬৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৬টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ১২৮৮টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২টি মামলা নিষ্পত্তি করে ও ৪২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মিরপুর বিভাগে ১০৭৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৭টি মামলা নিষ্পত্তি করে ও ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৭০৯টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪৬টি মামলা নিষ্পত্তি করে ও ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগে ৬৯৭টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬৪টি মামলা নিষ্পত্তি করে ও ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৯৯০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৭টি মামলা নিষ্পত্তি করে ও ১ লাখ ৭১ হাজার ৪০০টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে ২০২৫ সালের নভেম্বর মাসে মোট ৩ হাজার ২০৮ মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২৭৯৪টি ফৌজদারি ও ৪১৪টি ট্রাফিক মামলা। একই সময়ে গ্রেফতারকৃত ৪৩৯৯ জনের মধ্যে ১৭০৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com