২৮তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ডিজি অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাউশির মাধ্যমিকের পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক ও মাগফেরাত কামনা করা হয়।
এতে ২৮ ব্যাচের ১০৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২৮ তম বিসিএসের আহবায়ক ড. জাহিদা বেগম।
অনুষ্ঠানে মোট ১৬৫ জনের আয়োজন করা হয়। প্রান্তিক জেলা গুলোতে প্রচন্ড ঠান্ডা, জাতীয় শিক্ষা সপ্তাহের কাজ, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ভিত্তিক আয়োজনে দায়িত্ব পালনের জন্য ও পারিবারিক কারণে অনেক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে দিনব্যাপী নানা খাবারের আয়োজন ছিল। সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের স্ন্যাকস, ফল ও কফির আয়োজন ছিল।
বিকালের পর্বে ব্যাচের কর্মকর্তারা নানা স্মৃতিচারণ করেন। এরপর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন—জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শাহ মো. আমীর আলী বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মাসুদ রানা খান।