স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাবি আলোনসোকে। তার স্থলাভিষিক্ত হিসেবে আরেক সাবেক রিয়াল তারকা ও যুব দলের কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।
রোববার রাতে রুদ্ধশ্বাস ফাইনালে বার্সার কাছে ৩-২ গোলে হারের পরই আলোনসোর বিদায়ঘণ্টা বেজে যায়। সোমবার এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
বায়ার লেভারকুসেনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পর ২০২৫ সালের ১ জুন বড় স্বপ্ন নিয়ে বার্নাব্যুয়ের ডাগআউটে এসেছিলেন আলোনসো। শুরুটা ছিল দুর্দান্ত, প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয় এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা। তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই ছন্দপতন ঘটে। এরপর ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় তার ওপর আস্থা হারায় ম্যানেজমেন্ট। যদিও মাঝে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এল ক্লাসিকোর হার তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে ক্লাবে আলোনসোর দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি চিরকালই পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’
আলোনসোর বিদায়ের পর ঘরের ছেলে আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে দুই মেয়াদে (২০০৪-০৫ এবং ২০০৯-১৬) ১৫৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে নিলেন।
নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।