বেইজিংয়ে অনুষ্ঠিত হলো চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সপ্তম দফার কৌশলগত সংলাপ। রবিবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এই সংলাপে সভাপতিত্ব করেন।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বর্তমানের অস্থির আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও চীন ও পাকিস্তানের মধ্যে একটি ইস্পাত কঠিন বন্ধুত্ব গড়ে উঠেছে। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে পরিবর্তন ও অস্থিরতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে একতরফা আধিপত্যবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের আওতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত থাকা উচিত বলে তিনি জোর দেন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার পাকিস্তানের পক্ষ থেকে ‘এক চীন’ নীতির প্রতি তাদের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, চীনের মূল স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে পাকিস্তান আগের মতোই দৃঢ় সমর্থন বজায় রাখবে।
সংলাপে উভয় পক্ষই জাতিসংঘের সনদের লক্ষ্য ও আদর্শ মেনে চলার ব্যাপারে একমত পোষণ করেছে। একইসঙ্গে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনও ধরনের জবরদস্তিমূলক আচরণের বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও বিরোধিতা প্রকাশ করেছে।