সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সুমন কুমার দাস ( ৪৮) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দশটার দিকে শহরে পলাশপোল এলাকার প্যারাডাইস নামক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়ার সুমন কুমার দাস ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা সদরের পরিমল চন্দ্র দাসের ছেলে। তিনি হার্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
হোটেল মালিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান , শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের কথা বলে ৩০০ টাকা চুক্তিতে ভাড়া নেন। আজ রাত আটটার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ এসে হোটেলের কক্ষ ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । তবে প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।