January 15, 2026, 10:16 am

আল্লু-প্রভাসকে পেছনে ফেললেন অক্ষয় খান্না

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 30 Time View

তিন দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন অক্ষয় খান্না। অথচ ২০২৫ সালের মতো ক্যারিয়ারে এতটা সুসময় আর কখনো পার করেছেন কিনা সেটা হয়তো তিনি নিজেও মনে করতে পারবেন না। কেবল তিনি কেন, গত বছর ‘ধুরন্ধর’ খ্যাত এই অভিনেতা বলিউডে এমন এক মাইলফলক গড়েছেন যা শাহরুখ খানের বাইরে আর কারো দখলে নেই।

গত বছর অক্ষয়ের মুক্তিপ্রাপ্ত দুটি ছবিতে প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করে তিনি বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের ভূয়সী প্রশংসাও অর্জন করেছেন। এর একটি লক্ষণ উতেকর পরিচালিত ছবি ‘ছাওয়া’। অপরটি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসা স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’, যেটি নির্মাণ করেছেন আদিত্য ধর।

 

অক্ষয় খান্না অভিনীত এই দুটি ছবি এক বছরে বিশ্বব্যাপী মোট ২০০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মাধ্যমে তিনি দ্বিতীয় ভারতীয় অভিনেতা হিসেবে এমন এক তালিকায় যুক্ত হলেন যার সিনেমার এক বছরে বক্স অফিস আয় ২০০০ কোটি রুপি বা তার বেশি।  ২০২৩ সালে শাহরুখ খানের পর তিনিই প্রথম কোনো ভারতীয় অভিনয়শিল্পী যিনি এই সাফল্য অর্জন করলেন।  সেবছর শাহরুখ পাঠান, জওয়ান ও ডানকি-এই তিন ছবির মাধ্যমে এক বছরে ২৬৮৫ কোটি আয় করেছিলেন। এমনকি খানদের মধ্যেও আর কারোরই এই কীর্তি নেই।

‘ছাওয়া’ সিনেমায় আওরঙ্গজেব চরিত্র: 

২০২৫ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত লক্ষ্মণ উতেকরের ছাওয়া ছবিতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় খান্না। ভিকি কৌশল অভিনীত এই ঐতিহাসিক ছবিটি বিশ্বব্যাপী ৮০৯ কোটি রুপি আয় করে বছরের সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমায় পরিণত হয়।

ছবিতে অক্ষয়ের অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা পেলেও, বাণিজ্যিকভাবে বছরের সবচেয়ে বড় সাফল্য আসে তার পরবর্তী সিনেমায়।

‘ধুরন্ধর’-এ গ্যাংস্টার চরিত্র: 

গেল বছরের ডিসেম্বরে মুক্তি পায় স্পাই থ্রিলার ছবি ধুরন্ধর। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রণবীর সিং।  আর অক্ষয় খান্নাকে দেখা যায় গ্যাংস্টার রেহমান ডাকাইতের চরিত্রে। রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকাদের উপস্থিতি সত্ত্বেও নিজের অভিনয় দিয়ে দর্শক-সমালোচকদের বিশেষভাবে নজর কেড়ে নেন অক্ষয়।

ছবিটি পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষেধাজ্ঞা পেলেও ইতিবাচক প্রচারের জেরে ধুরন্ধর বছরের সবচেয়ে সফল হিন্দি ছবিতে পরিণত হয়। বক্স অফিসে ছবিটির প্রতিযোগিতা এখনো চলছেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১২০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে এবং এই আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে আমির খান দঙ্গল ছবির মাধ্যমে ২০০০ কোটির বেশি আয় করলেও সেটি এসেছিল দুই বছর মিলিয়ে।  দুই প্যান ইন্ডিয়া তারকা প্রভাস (বাহুবলী ২) ও আল্লু অর্জুন (পুষ্প ২) এই মাইলফলকের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত সেটা স্পর্শ করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com