বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে (এনটিআরসিএ) ১-১২তম নিবন্ধনে নিয়োগবঞ্চিত সনদধারীদের লংমার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে প্রেস ক্লাবের সামনেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।
পরে আন্দোলনকারীরা মূল সড়কে বসে শান্তিপূর্ণ অবস্থান নেন। তারা বলছেন, নির্বাহী আদেশে নিয়োগ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে এসব নিয়োগপ্রত্যাশীরা।
তাদের অভিযোগ, বিগত সরকারের আমলে প্রায় ষাট হাজার জাল সনদধারী চাকরিতে সুপারিশ পেলেও বঞ্চিত হয়েছে পাশ করা সনদধারীরা। একই রোলে একাধিক প্রার্থীকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে উল্লেখ করে তারা বলেন, দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।