সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণ করা নিরব হোসেনের মেয়ে নাফিজা জাহান নওরিন ও ছেলে জুলাই যুদ্ধে আহত তাহসিন আল নাহিয়ানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নাফিজা বর্তমানে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণি ও নাহিয়ান মোহাম্মদপুর বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৭৩নং বড়ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরব হোসেনের জানাজার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমান এ ঘোষণা দিয়েছেন। পরে জানাজা শেষে নিরব হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, বুধবার মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মারা যান নিরব হোসেন (৫৬)।