বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় খালেদা জিয়ার জন্য সূরা ফাতেহা ও দোয়া পাঠ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।
উনার এই শূন্যতা বাংলাদেশে কখনো আর কেউ পূরণ করতে পারবেন না। উনার আদর্শ, সততা, আপসহীনতা, দেশপ্রেম আমরা সবসময় ধারণ করার চেষ্টা করব। আজ আমরা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা উনাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।
শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, এনটিএফের সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিম, সহ-সভাপতি অধ্যাপক ছালেহ আহম্মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দীন প্রমুখ।