January 15, 2026, 10:32 pm

গায়ের জোরে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে: মাহিন সরকারের ফেসবুক পোস্ট

Reporter Name
  • Update Time : Friday, January 9, 2026
  • 25 Time View

মুজিববাদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা মাহিন সরকার।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, ‘গায়ের জোরে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’

এর মাধ্যমে ‘ঘৃণার রাজনীতি জিইয়ে থাকল’ উল্লেখ করে মাহিন আরও লেখেন, ‘এই হলের নামকরণ শেখ মুজিবুর রহমান নিজে করেননি, তার গণহত্যাকারী মেয়ে হাসিনাও করেনি।’

‘এমন কাজ শেখ হাসিনা করেছে ইতোপূর্বে। ভাসানী নভোথিয়েটার হয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার, IPGMR হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা জিয়া উদ্যান, সবগুলোই পরিবর্তিত হয়েছে ভিন্ন নামে,’— লেখেন এনসিপির এই সাবেক নেতা।

এ ছাড়া “গঠনমূলক রাজনীতি না করলে ‘আগেই ভালো ছিলাম’ প্রজেক্ট সফল হবে” বলে মন্তব্য করেন তিনি। লেখেন, ‘২৪ পরবর্তীতে তরুণ রাজনীতিবিদরা পূর্বতনদের সংগ্রামকে সম্মান দেখাবে এবং প্রজন্মের সেতুবন্ধন গড়ে তুলবে ২৪-এর স্বতন্ত্র যাত্রা সুরক্ষিত রাখার জন্য, এমনটাই প্রত্যাশা ছিলো।’

মাহিন সরকার আরও লেখেন, ‘আওয়ামী লীগ একাত্তর পরবর্তী কর্মকাণ্ডের জন্য ঘৃণার পাত্রে পরিণত হয়েছে, তাদের যারা অপরাধী তাদের রাষ্ট্রীয় শাস্তি নিশ্চিত করাই গঠনমূলক রাজনীতির অংশ।’

‘শুধু একটা উদাহরণ দিয়ে উপসংহার টানব। ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনকে যে মন্তব্যের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হয়েছে সেই একই মন্তব্য সকল রাজনৈতিক দলের নেতারাই করেছেন, কিন্তু তারা বহাল তবিয়তেই আছেন,’— লেখেন তিনি।

সবশেষে ‘সময়ের ঝোঁকে আবেগের বশে সিদ্ধান্ত যে ভুল প্রমাণিত হয়ে সেটি ঐ সময় কেটে যাওয়ার পর বোঝা যায়’ বলে মন্তব্য করেন মাহিন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com