বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন শহিদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহিদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আরও দেখুন
প্রতিবেদন
মীর স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। জুলাই যোদ্ধা ও শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। এই দেশকে রক্ষা করতে তরুণদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে।
এ সময় তিনি বলেন, দলের একজন কর্মী হিসেবে বিএনপির অন্যসব নেতাকর্মীদের মতো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকে আমার রাজনৈতিক পথচলা শুরু করলাম। এছাড়া, এইবারই প্রথমবার আমি ছাত্র-জনতার সঙ্গে বিএনপির পক্ষে গণসংযোগ শুরু করেছি।
তিনি বলেন, দলের নির্দেশনায় তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের তরুণদের নিয়ে কাজ করতেই আমার এই অধ্যায়ের সূত্রপাত।
সমাবেশে সভাপতিত্ব করেন- শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী মীর শাহে আলম। এছাড়াও বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল ওহাব, তাজুল ইসলাম, মীর সীমান্ত, খালিদ হাসান আরমান, বিপুল প্রমুখ।