আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি জোরদার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি, গণঅধিকার ফোরাম ও সিপিবির নেতারা। সুষ্ঠু নির্বাচন ও সহিংসতার বিরুদ্ধে প্রত্যেক দলের নেতারা দলীয় প্যাডে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন। এতে তারা নিজ দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায়, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে তারা অংশ নিয়ে এ প্রতিশ্রুতি দেন। সংলাপে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. মহিবুল্লাহ্ হারুন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বরগুনায় আগামী নির্বাচন সুষ্ঠু করতে নিজ নিজ দলের নেতাকর্মীদের নির্দেশনা দিবেন। কোথাও কোন সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে যৌথ উদ্যোগে সমাধান করা হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন কোনো মাধ্যমেই ঘৃণামূলক বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নির্বাচনি আইন মেনে চলা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরা হয়।
সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রার্থী ও পাঁচ দলের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করেন। চিঠিতে নেতাকর্মীদের সহিংসতা পরিহার, শান্তি বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।
এসব চিঠির অনুলিপি সংলাপে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়, যা রাজনৈতিক দলগুলোর অবস্থানকে জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরে।