শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeসারাদেশকুয়েটে সংঘর্ষের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

কুয়েটে সংঘর্ষের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

খুলনা ব্যুরো:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের চিঠি সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে।

বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন: লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় তদন্ত প্রতিবেদন, অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও তার উত্তর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের হাতে তৎকালীন উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। শিক্ষকরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করেন, যাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments