ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট গঠনের কথা বললেও তা প্রত্যাখ্যান করে আগামী তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল এবং ২৬ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।
এ সময় তিনি শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আগামী রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। পরে তিনি সবাইকে দিনের কর্মসূচি শেষ করে শাহবাগ ত্যাগ করার আহ্বান জানান।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে চার্জশিট দাখিল করতে হবে। আমরা ‘দ্রুততম সময়’ বলতে কী বোঝায়, তা জানি না। আগামী ২৬ কার্যদিবসের মধ্যেই বিচার কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই খুনের সবচেয়ে ছোট গুটি হচ্ছে যে সরাসরি হত্যাকাণ্ড ঘটিয়েছে।
আমরা এর পেছনের রাঘববোয়ালদের জানতে চাই। আমরা কেউ বোকা নই। শুধু খুনিকে ধরে আনলেই হবে না। এর পেছনে কারা কারা রয়েছে, তা আমাদের জানাতে হবে।
তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার কথা বলছেন, তাদের আপনারা পার করাতে পারবেন না।
জাবের বলেন, আমরা আন্দোলন ছোট করব না। আন্দোলন সামনে আরও বড় করব। প্রথমে সংবাদ সম্মেলন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আগামীকাল সকাল ১১টা থেকে আট বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছি।
আগামীকাল আপনারা ভাই ও বন্ধুদের নিয়ে আসবেন।