January 15, 2026, 11:42 am
Title :

মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026
  • 46 Time View

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এ টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে— রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা—এমন প্রশ্নও উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেছেন। পরিচালক বলেন, অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প ‘ভগবন্ত কেশরী’র রিমেক হোক কিংবা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন— দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।

এইচ বিনোথ আরও বলেন, এটি একটি থালাপতি বিজয়ের সিনেমা। কেউ কেউ ভাবতে পারেন— আমি তো আসল সিনেমাটি দেখেছি, তাহলে এটা কেন দেখব? আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাদের বলছি— অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে—তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।

বিদেশের বাজারে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ সিনেমাটি বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অংকের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

তবে ভারতে সিনেমাটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্নাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে।

ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ এ অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com