আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো ডেনমার্কের এয়ারপোর্ট
Reporter Name
Update Time :
Thursday, September 25, 2025
32 Time View
আকাশে রহস্যময় ড্রোন, বন্ধ হলো ডেনমার্কের এয়ারপোর্ট
আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলায় এবার বন্ধ করা হলো ডেনমার্কের আলবর্গ এয়ারপোর্ট। ঘুরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ। তথ্যটি নিশ্চিত করেছে ফ্লাইটরাডার টুয়েন্টি ফোর এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিমানবন্দরটির ওপর দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত আকাশযান উড়তে দেখা যায়। পরবর্তীতে সেগুলোকে ড্রোন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনার তদন্ত করছে প্রশাসন। এর কয়েকদিন আগেই, ডেনমার্কের কোপেনহেগেন ও নরওয়ের অসলো বিমানবন্দরেও রহস্যময় ড্রোনের দেখা মেলে। বন্ধ ঘোষণা করা হয় প্রধান দুই বিমানবন্দরই। নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয় বহু ফ্লাইট। এসব ঘটনায় রাশিয়ার দিকে সন্দেহের তীর ছোঁড়ে...
আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলায় এবার বন্ধ করা হলো ডেনমার্কের আলবর্গ এয়ারপোর্ট। ঘুরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ। তথ্যটি নিশ্চিত করেছে ফ্লাইটরাডার টুয়েন্টি ফোর এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানায় বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিমানবন্দরটির ওপর দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত আকাশযান উড়তে দেখা যায়। পরবর্তীতে সেগুলোকে ড্রোন বলে নিশ্চিত করা হয়। এ ঘটনার তদন্ত করছে প্রশাসন।
এর কয়েকদিন আগেই, ডেনমার্কের কোপেনহেগেন ও নরওয়ের অসলো বিমানবন্দরেও রহস্যময় ড্রোনের দেখা মেলে। বন্ধ ঘোষণা করা হয় প্রধান দুই বিমানবন্দরই। নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয় বহু ফ্লাইট। এসব ঘটনায় রাশিয়ার দিকে সন্দেহের তীর ছোঁড়ে ইউরোপীয় দেশগুলো।