January 15, 2026, 9:03 pm

চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে সংখ্যালঘুদের জানমালও নিরাপদ থাকবে না : গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026
  • 22 Time View

নিউজ ডেস্ক:
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দখলদার ও চাঁদাবাজ শক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিলে সাধারণ মানুষ তো বটেই, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালও নিরাপদ থাকবে না।’

শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পরও যারা চাঁদাবাজি, ঘের ও জমি দখল, সন্ত্রাস ও লুটপাট চালিয়ে যাচ্ছে, তারা কোনো রাজনীতির প্রতিনিধিত্ব করে তা জনগণের জানা প্রয়োজন। এমনকি বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা আদায়ের নজির রয়েছে।

চাঁদা না দেওয়ায় মানুষকে পাথর মেরে হত্যার ঘটনাও ঘটেছে।’ এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে দেশে কি শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব—এ প্রশ্ন তোলেন তিনি।
পরওয়ার বলেন, ‘৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ফ্যাসিবাদী শক্তি আর ক্ষমতায় ছিল না। এরপর যারা দখল ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, তারা কোনোভাবেই জনগণের রাজনীতির প্রতিনিধিত্ব করতে পারে না। এদের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।

গণসংযোগ শেষে তিনি বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকায় কৃষ্ণ কুন্ডু, রাজু কুন্ডু ও গপি কুন্ডুর বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান।

শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটের সময় বিবেক দিয়ে বিচার করুন-কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস ও দখলদারির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ ও যোগ্য মানুষের হাতেই তুলে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com