ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবনতা লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকে এসব কথা বলেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আমির মনে করেন অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যাঞ্জক নয়। ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না।
চরমোনাই পীর বলেন, মনোনয়নপত্র বাছাইয়ে কোনো কোনো রিটার্নিং কর্মকর্তার আচরণ চিন্তিত করেছে। তবে আমরা আশাবাদী, সরকার নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইন শৃঙ্খলার উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমদ সেখ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ জ্যেষ্ঠ নেতারা।