কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের আসনগুলোতে ইসলামী ও সমমনা ১১ দলের সমঝোতার প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারূপ করেন দুই দলের নেতারা।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্।
সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মো. মজিবুর রহমান, মুফতি শহীদুল্লাহ্ খান, মাওলানা আবুল কাশেম, জেলা সহ সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেল, জেলা সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা অলীউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, শহর শাখার সভাপতি ও কিশোরগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, জামায়াতের জেলা জয়েন্ট সেক্রেটারি শামসুল আলম সেলিম, জেলা অর্থ সম্পাদক মাওলানা এম এইচ লোকমান, শহর আমীর আ,ম,ম আ: হক, সদর উপজেলা আমীর ক্বারী নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন প্রমুখ।