বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ের দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর হাজী ইয়াছিন এই সিদ্ধান্ত নিয়েছেন।
হাজী ইয়াছিনের ঘনিষ্ঠ কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার।
ওই বৈঠক শেষে হাজী ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় ধরে আমাদের বৈঠক হয়েছে। কুমিল্লার সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলাধীন বিএনপির সব সংসদীয় আসনে সমন্বয়ক হিসেবে ইয়াছিন ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব ইনশাআল্লাহ।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।