শকুনের বাসায় ৬৭৫ বছরের...

সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা এক চমকপ্রদ তথ্য আবিষ্কারের কথা জানান। আপনার...

নিউ ইয়র্কে ১১ বছরের...

গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইউইটনেস নিউজ। নিউ ইয়র্কের...

শাপলা প্রতীক ইস্যুতে বিএনপিকে...

ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে। কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের...

পরকীয়া মজেছেন আবু ত্বহা...

আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সাবিকুন নাহার সারা...
Homeবিনোদনদীর্ঘ প্রেমের পর ঘর বাঁধলেন সেলেনা-ব্ল্যাঙ্কো

দীর্ঘ প্রেমের পর ঘর বাঁধলেন সেলেনা-ব্ল্যাঙ্কো

দীর্ঘ প্রেমকে অবশেষে পরিণয়ে রূপ দিলেন আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ এবং সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো।
শনিবার আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধলেন এই প্রেমিকযুগল। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করেছেন গোমেজ।

ভ্যারাইটি লিখেছে, ছবির ক্যাপশনে গোমেজ কিছু লেখেননি, তবে মন্তব্যের ঘরে ব্লাঙ্কো লিখেছেন, ‘মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ’।
গোমেজ ও ব্ল্যাঙ্কোর পরিচয়পর্বটা সিনেমার গল্পের মত। যখন গোমেজ ১৭ বছর বয়সী ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ টিভি শোয়ের তারকা, তখন মেয়ের সংগীত ক্যারিয়ার গড়ে মা-ই তাকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ব্ল্যাঙ্কোর সঙ্গে। সেখান থেকে বন্ধুত্ব, পরে একসঙ্গে কাজ।

তাদের প্রথম যৌথ কাজের শুরু ২০১৫ সালে গোমেজের অ্যালবাম ‘রিভাইভাল’ থেকে। ব্ল্যাঙ্কো অ্যালবামের দুইটি গান প্রযোজনা করেছিলেন। কয়েক বছর পর ২০১৯ সালে গোমেজ অংশ নেন ব্ল্যাঙ্কোর একটি গানেও।
২০২৩ সালে এই জুটি আবারও একসঙ্গে কাজ করেন ‘সিঙ্গল সুন’ গানে। ওই বছরই তাদের প্রেম শুরু, আর পরের বছর ডিসেম্বরে তারা বাগদান সারেন।

চলতি বছরের মার্চে প্রকাশিত হয় তাদের প্রথম যৌথ অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’, যেখানে রয়েছে ১৪টি গান।

অ্যালবাম প্রকাশের আগে স্পোটিফাই প্রকাশ করে তাদের ৩৩ মিনিটের এক আলাপচারিতা, যেখানে তারা নিজেদের লেখালিখি ও গান তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

গোমেজ বলেন, “আমরা সকালে ঘুম থেকে উঠে কথা বলতাম। কিন্তু কখনই সেটা হত না যে, আজ আমরা কী গান লিখব। প্রতিটি কথা ছিল স্বাভাবিক, সবার জীবনে যেমন থাকে।”

ব্ল্যাঙ্কো যোগ করেন, “আমি সবসময় তোমার কথাগুলো লিখে রাখতাম। কখনো বুঝতেও না, কিন্তু অনেক সময় তোমার কথার মধ্যেই মিলত গানের অনেক লাইন। এটাই আমাদের সঙ্গীতের ম্যাজিক।”

এই জুটির বিয়েতে অতিথি ছিলেন সেলেনা গোমেজের দীর্ঘদিনের বন্ধু টেইলর সুইফট, অভিনেতা পল রাড, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ সিরিজের সহঅভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। ছিলেন প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও উইজার্ডস অব ওয়েভারলি প্লেসের সহশিল্পী ডেভিড হেনরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments