দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। গাজীপুরে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। ১১ অক্টোবর (শনিবার) কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহের ৯ম মৃত্যুবার্ষিকীর এক স্মরণসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়, শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
অপরদিকে, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সমতার প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপি মহাসচিব। সীমান্ত হত্যা বন্ধ এবং পানির ন্যায্য হিস্যা ছাড়া তা সম্ভব নয় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা।