কুমিল্লায় নগরীর নিজ বাসা...

কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স এলাকার একটি বাসা থেকে মিলন বিবি (৫৫)...

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান...

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বিনা উসকানিতে পাকিস্তান নতুন...

বাঙালির মুক্তির সনদ হলো...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাঙালির মুক্তির সনদ বলে মন্তব্য...

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ...

‘৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট (সিজন-৬)’-এ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স। টানা তিন...
Homeআমেরিকার সংবাদশ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ডে মানবতার দূত নয়জন সম্মানিত

শ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ডে মানবতার দূত নয়জন সম্মানিত

মেঘাচ্ছন্ন শীতল সকালে নিউইয়র্কের শ্রীচিন্ময় সেন্টারের মনোরম উদ্যান প্রাঙ্গণ এক উজ্জ্বল মানবিক অনুষ্ঠানের সাক্ষী হলো। গত ১২ অক্টোবর বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যের প্রতীক ‘শ্রীচিন্ময় টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় নয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যাঁদের জীবন মানবতার কল্যাণে সদানিবেদিত।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- সাপ্তাহিক ঠিকানা-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন এবং প্রধান সম্পাদক মুহম্মাদ ফজলুর রহমান; ব্রুকলিন কমিউনিটি সার্ভিসেস-এর সাবেক প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক জানেল ফ্যারিস; জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ দেলোওয়ার ইসলাম; নিউইয়র্ক সিটি মেয়রস অফিসের চিফ অ্যানগেজমেন্ট অফিসার ক্রিস্টাল প্রাইস; সেন্ট ফ্রান্সিস অ্যারিদমিয়া সেন্টারের ড. জোশুয়া স্টার্ন; পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ফাতিমা ব্যারি এবং জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক অ্যালেন ব্যারেট।
শ্রীচিন্ময় ওননেস-হোম পিস রান আয়োজিত এই সম্মাননা বিশ্বের সব জাতি ও ধর্মের মানুষের মধ্যে শুভেচ্ছা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে পরিচালিত হয়। মানবতার সেবায় অনন্য অবদান, সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিটি সম্মানপ্রাপ্ত তাঁদের বক্তব্যে মানবকল্যাণে নিবেদনের অনুপ্রেরণা ও বিশ্বশান্তির স্বপ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টিরও বেশি দেশের শ্রীচিন্ময় সেন্টারের সদস্যরা, যাঁরা একসঙ্গে এই ঐক্যের বার্তা উদযাপন করেন।

শান্তির দূত শ্রীচিন্ময়ের স্মরণে এই ‘টর্চ-বেয়ারার অ্যাওয়ার্ড’ বিশ্বের বিভিন্ন ধর্ম ও জাতির প্রতিনিধিদের মধ্যে প্রদান করা হয়। মানবতার সেবায় আত্মনিবেদন ও হৃদয়ের নিঃস্বার্থ ভালোবাসা- এই চেতনার ধারক ও বাহকরাই এই পুরস্কারপ্রাপ্ত। বিশ্বব্যাপী সম্মান প্রাপকদের সঙ্গে তাঁদের নাম ও ছবি Peace Run-এর আন্তর্জাতিক ওয়েবসাইট www.worldharmonyrun.org-এ যুক্ত হয়েছে।
এই অনন্য সম্মাননা আবারও প্রমাণ করেছে-মানবতার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও আলো ছড়ানোর প্রতিশ্রুতিই পৃথিবীকে সত্যিকারের শান্তি ও ঐক্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments