December 1, 2025, 5:23 pm
Title :
সৌদিতে ৩৫ দেশের নারী খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানার হত্যাকাণ্ড ঘটান হাসিনা-রাকিন আহমেদ ভূঁইয়া সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন: আজম খান দ্বিতীয় বিয়ের খবর দিলেন সামান্থা বাংলাদেশকে এখনও বন্ধু বলতেই পছন্দ করি: ভারতের নৌবাহিনী প্রধান দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : ফখরুল তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন:ইসি সচিব হাসিনার বিচার পুরনো আদালতে করাটা ঠিক হয়নি: ফরহাদ মজহার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেসসচিবের

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন তাকাইচি

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 19 Time View

অবশেষে ইতিহাস গড়লেন সানা তাকাইচি। জাপানের সংসদীয় ভোটে জয়লাভ করে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই সংবাদে জাপানের শেয়ারবাজারও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানায়, তাকাইচি প্রথম রাউন্ডে ২৩৭ ভোট পেয়ে ৪৬৫ আসনের নিম্নকক্ষে রানঅফের প্রয়োজন এড়াতে সক্ষম হন।

তার জয় আসে সেই মুহূর্তে যখন শাসক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সঙ্গে এক জোট সরকারের জন্য মৌখিক চুক্তি স্বাক্ষর করেছে। তাকাইচি জেআইপি-এর নীতি সমর্থনে রাজি হয়েছেন, যেমন সংসদীয় আসনের সংখ্যা হ্রাস, উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বিনামূল্যে করা এবং খাদ্য করের দুই বছরের স্থগিতাদেশ।

বিশ্লেষকরা মনে করছেন, জেআইপি হয়তো কেবিনেটে অংশ নেবে না, বরং বাইরে থেকে সরকারের সমর্থন করবে।

রিস্ক অ্যাডভাইজরি প্রতিষ্ঠান জাপান ফোরসাইট -এর প্রতিষ্ঠাতা টোবিয়াস হ্যারিস বলেন, ‘এলডিপি-এর জনপ্রিয়তা এখনও ন্যূনতম স্তরে, তাই জোটে যোগ দেওয়াটা জেআইপি-এর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।’

জাপানের শেয়ারবাজারও তাকাইচির নেতৃত্বে উচ্ছ্বাস দেখিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিক্কেই ২২৫ সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা বিশেষজ্ঞরা ‘তাকাইচি ট্রেড’ বলে উল্লেখ করছেন। এর পেছনে মূলত উন্মুক্ত অর্থনীতি ও বৃহত্তর রাজস্ব প্রণোদনা প্রত্যাশা প্রভাবিত করছে।

তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ সহজ ছিল না।

২০২৪ সালের এলডিপি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি শিগেরু ইশিবা-কে হারাননি।

তবে সেপ্টেম্বর মাসে শিনজিরো কোইজুমিকে হারিয়ে পার্টির নেতৃত্ব নেন।

১০ অক্টোবর কোমেইটো পার্টি হঠাৎ করে এলডিপি-এর জোট ছাড়ায়, যা ১৯৯৯ সাল থেকে চলছিল।

কঠোর রক্ষণশীল হিসেবে পরিচিত তাকাইচি ‘আবেনোমিকস’-এর প্রবক্তা হিসেবে পরিচিত, যা শিনজো আবে’র অর্থনৈতিক নীতি অনুসারে উন্মুক্ত অর্থনীতি, ফিসকাল খরচ এবং কাঠামোগত সংস্কারের ওপর ভিত্তি করে।

তিনি আগে ব্যাংক অব জাপান-এর সুদের হার বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা করেছেন। কূটনৈতিক দিক থেকে তাকাইচি চীনের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন এবং জাপানের শান্তিপ্রিয় সংবিধান সংশোধনের পক্ষে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে তাকাইচি ‘বেশি সাবধানতা অবলম্বন করবেন।

সানা তাকাইচির নির্বাচিত হওয়ার ঘটনা জাপানের ইতিহাসে নতুন অধ্যায়, যা দেশটির রাজনীতিতে নারী নেতৃত্বের প্রসার এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন প্রভাব ফেলবে। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উভয় চ্যালেঞ্জ মোকাবিলা করে তার নেতৃত্বের ফলাফল নজরকাড়া হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com