আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হলো ৭৭তম এমি পুরস্কারের জমকালো অনুষ্ঠান। তারকাবহুল আসরে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের সেরাদের হাতেটেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌতুকাভিনেতা নেট বারগ্যাটজি। অনুষ্ঠানে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজের সেরা কাজগুলোর মধ্যে বিজয়ীদের সম্মান জানানো হয়।
এক নজরে ৭৭তম এমি অ্যাওয়ার্ডস ২০২৫-র বিজয়ীদের সম্পূর্ণ তালিকা—
ড্রামা সিরিজ
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা অভিনেতা: নোয়া ওয়াইলি (দ্য পিট)
সেরা অভিনেত্রী: ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা সহঅভিনেতা: ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা সহঅভিনেত্রী: ক্যাথারিন লানাসা (দ্য পিট)
সেরা পরিচালক : অ্যাডাম র্যান্ডাল (স্লো হর্সেস: হেলো গুডবাই)
সেরা চিত্রনাট্য: ড্যান গিলরয়ের লেখা ‘অ্যান্ডর’
কমেডি সিরিজ
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা অভিনেতা: সেথ রোজেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী: জিন স্মার্ট (হ্যাকস)
সেরা সহঅভিনেতা: জেফ হিলার (সামবডি সামওয়্যার)
সেরা সহঅভিনেত্রী: হান্না আইনবিন্দার (হ্যাকস)
সেরা পরিচালক : সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও: ‘দ্য ওনার’)
সেরা চিত্রনাট্য: সেথ রোজেন, ইভান গোল্ডবার্গ, পিটার হুইক, অ্যালেক্স গ্রেগরি, ফ্রিদা পেরেজের (দ্য স্টুডিও: ‘দ্য প্রমোশন’)
আরও পড়ুন: ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ
সেরা ড্রামা সিরিজ: অ্যাডোলেসেন্স
সেরা অভিনেতা: স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী: ক্রিস্টিন মিলিওটি (দ্য পেঙ্গুইন)
সেরা সহঅভিনেতা:ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
সেরা সহঅভিনেত্রী: এরিন ডোহের্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পরিচালক : ফিলিপ বারান্টিনি (অ্যাডোলেসেন্স) পুরস্কার তুলে দেয়া হয়।
সেরা চিত্রনাট্য: জ্যাক থর্ন ও স্টিফেন গ্রাহাম লেখা ‘অ্যাডোলেসেন্স’
আরও যারা পুরস্কার পেয়েছেন
সেরা রিয়েলিটি প্রতিযোগিতা অনুষ্ঠান: দ্য ট্রেইটরস
সেরা টক শো সিরিজ: দ্য লেট শো উইথ স্টিফেন কোলবেয়ার
সেরা গল্প ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
সেরা লাইভ ভ্যারাইটি স্পেশাল: স্যাটারডে নাইট লাইভ ৫০তম বার্ষিকী স্পেশাল
ভ্যারাইটি সিরিজে সেরা চিত্রনাট্য: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার