November 7, 2025, 12:50 am

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 18 Time View

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় নবনির্মিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। স্থানীয়ভাবে ‘মিনি তিরুপতি’ নামে পরিচিত মন্দিরটিতে গতকাল শনিবার সকালে একাদশী উপলক্ষে অসংখ্য মানুষের সমাগম হলে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে ঠেলাঠেলি করছেন, কেউ কেউ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কিছুক্ষণ পরই বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন এবং চারদিকে কান্নার শব্দ পাওয়া যায়। এরপর কয়েকজন আহত ভক্তকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় ঘটে এ দুর্ঘটনা।

ধারণা করা হচ্ছে, মন্দিরের কিছু অংশে নির্মাণ কাজ চলার কারণে অল্প জায়গায় ভিড় বাড়তে থাকে। এছাড়া মন্দিরটি সরকারি এন্ডাউমেন্টস ডিপার্টমেন্টের অধীনে না থাকায় স্থানীয় প্রশাসনকে ভিড়ের বিষয়ে আগে থেকে অবহিত করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় শোক প্রকাশ করে এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের ঘটনায় আমি দুঃখ-ভারাক্রান্ত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এছাড়া নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই ট্র্যাজেডি হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি।

উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ বলেন, জেলা প্রশাসনকে তাৎক্ষণিক ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত করা হবে।

এদিকে পদদলনের ঘটনায় ১২ জনের মৃত্যুর তথ্য জানিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল এস আবদুল নাজির। তিনি জেলা প্রশাসনকে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোক প্রকাশ করে বলেছেন, এই একাদশীর দিনে আমরা গভীর শোকে নিমজ্জিত। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই।
পদদলনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং আক্রান্তদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com