ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা কাহিনি করতে থাকবে: আবরার ফাইয়াজ
Reporter Name
Update Time :
Monday, November 17, 2025
15 Time View
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা কাহিনি করতে থাকবে: আবরার ফাইয়াজ
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনি করতে থাকবে বলে মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। সোমবার (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আবরার ফাইয়াজ লিখেছেন, আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫ শতাংশ ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব। তিনি আরও লিখেছেন, যতদিন না ধানমন্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনি করতে থাকবে। আবরার ফাহাদের এই ছোটভাই লিখেছেন, যদি এবারই সমান করতে পারেন ভালো হয়,...
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে না দিলে আওয়ামী প্রেতাত্মারা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনি করতে থাকবে বলে মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।
সোমবার (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবরার ফাইয়াজ লিখেছেন, আগেরবার ৩২ নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে ১৫ শতাংশ ভাঙা হয়েছিল। সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব।
তিনি আরও লিখেছেন, যতদিন না ধানমন্ডি ৩২ মাটির সমান হবে ততদিন দুই-একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনি করতে থাকবে।
আবরার ফাহাদের এই ছোটভাই লিখেছেন, যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, না হলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে, সমস্যা করতেই থাকবে।