সরকারি আলিয়া মাদরাসায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ
Reporter Name
Update Time :
Sunday, November 23, 2025
93 Time View
সরকারি আলিয়া মাদরাসায় গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ
রাজধানীর বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় চলে উত্তেজনা। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয় সেনাবাহিনী। শিক্ষার্থীরা জানায়, মাদরাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদরাসা ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে বলে। মালামাল বিক্রির ঘটনায় ছাত্রলীগের সদস্যরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের। এ ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। হলে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক শিক্ষার্থী এমন অভিযোগও জানিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর বকশিবাজারের সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় চলে উত্তেজনা। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা হয় সেনাবাহিনী।
শিক্ষার্থীরা জানায়, মাদরাসা সংলগ্ন অস্থায়ী আদালতের বিভিন্ন মালামাল হলে নিয়ে আসা এবং মাদরাসা ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটে বলে। মালামাল বিক্রির ঘটনায় ছাত্রলীগের সদস্যরা জড়িত বলে অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের।
এ ঘটনায় আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান নেয় শিক্ষার্থীদের একাংশ। হলে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক শিক্ষার্থী এমন অভিযোগও জানিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।