দেশের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র: বাণিজ্য উপদেষ্টা
Reporter Name
Update Time :
Monday, December 1, 2025
16 Time View
দেশের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি চক্র: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বহির্বিশ্বে একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। আর এই প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়ে রপ্তানি খাতে। বিভিন্ন সময় ঝুঁকি তৈরি হলে সরকার পদক্ষেপ নেয়। তবে বর্তমানে কোনো ঝুঁকি নেই। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫ ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশি বায়ার না আসাটা সাময়িক। এজন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। বায়ারদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। শেখ বশিরউদ্দীন বলেন, সব উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনতে এই আয়োজন। এছাড়া দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ হবে...
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বহির্বিশ্বে একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। আর এই প্রচারণা চালাচ্ছে একটি চক্র, যার প্রভাব পড়ে রপ্তানি খাতে। বিভিন্ন সময় ঝুঁকি তৈরি হলে সরকার পদক্ষেপ নেয়। তবে বর্তমানে কোনো ঝুঁকি নেই।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫ ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিদেশি বায়ার না আসাটা সাময়িক। এজন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। বায়ারদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে।
শেখ বশিরউদ্দীন বলেন, সব উদ্যোক্তাদের এক ছাদের নিচে আনতে এই আয়োজন।
এছাড়া দেশি ও বিদেশি উদ্যোক্তাদের এই মিলনমেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।