আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের জনতাত্ত্বিক ভারসাম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মুসলিম বিদ্বেষী মন্তব্য করে তিনি দাবি করেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে পারে।
মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিন্দুত্ববাদী বিজেপির প্রভাবশালী এই নেতা বলেন, তিনি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি উত্থাপন করে আসছেন।
বাংলাদেশে একজন নেতার উত্তর-পূর্ব ভারতকে প্রতিবেশী দেশটির সঙ্গে একীভূত করার বিষয়ে করা এক মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “আসামে বর্তমানে ৪০ শতাংশ জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তবে আমরা স্বয়ংক্রিয়ভাবে (বাংলাদেশের) অন্তর্ভুক্ত হয়ে যাব।”তিনি আরও যোগ করেন, “এ কারণেই আমি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে চিৎকার করছি।”
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক কমিটি’র (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নয়াদিল্লি যদি তার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা এবং এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী উপাদানগুলোকে সমর্থন দেওয়া।
হাসনাত দাবি করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের জন্য তারা ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেন নেক’ এর ওপর নির্ভরশীল।