January 16, 2026, 12:45 am

সুখবর পেলেন বিএনপির ১৫ নেতা

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 30 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবির রিজভী।

বিজ্ঞপিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. আলফা বেগম, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত ৭নং মাথিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কছির আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, সিরাজগঞ্জ জেলাধীন চৌহালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার অন্তর্গত কালিকচ্ছ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য খাজা আহাম্মদ সরদার, ফেনী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী পৌরসভার ১৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলী, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, মৌলভীবাজার জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম, নেত্রকোনা জেলাধীন মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মাসুদ মিয়া, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. হারিজ উজ্জামান হারিজ, ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য ও নওগাঁ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোছা. ফাতেমা খাতুনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ তাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com